ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের উদ্যোগে মনতলায় সুন্নী মহা সম্মেলন
তারিখ: ২৮-ফেব্রুয়ারী-২০১৩
স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের উদ্যোগে মাধবপুর উপজেলার মনতলা শাহজালাল মাঠে গত মঙ্গলবার রাতে  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আওলাদে রাসুল (সঃ) সৈয়দ মুজিবুর রহমানের সভাপতিত্বে  খান্দুরা দরবার শরীফের পীরে কামেল মরহুম সৈয়দ বিলাল মিয়া ছাহেব (রহঃ)-এর বড় ছাহেবজাদা সৈয়দ জুবায়ের কামালের সার্বিক ব্যবস'াপনায় মহা সম্মেলনে প্রধান বক্তা ছিলেন প্রিন্সিপাল মাওলানা মুফতি ফজলুর রহমান আনোয়ারী। বিশেষ বক্তা ছিলেন, মাওলানা নজরুল ইসলাম রেজভী, মাওলানা মুফতি তৌহিদুর রহমান রেজভী। ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপসি' ছিলেন, সাবেক সংসদ সদস্য এডভাকেট চৌধুরী মোঃ আব্দুল হাই, খান্দুরা হাবেলীর সৈয়দ শরিফুর রহমান, সৈয়দ উমর ফারুক, সৈয়দ জুনায়েদ, তরুণ সমাজ সেবক রাজনীতিবিদ সৈয়দ মুশফিক আহমেদ, ইসলামিক টেলিভিশনের জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোঃ আলা উদ্দিন, মীর খুর্শেদ আলম, মাহবুবুর রহমান সোহাগ, পারভেজ হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান সরোয়ার রহমান ভূইয়া, রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু, সমাজ সেবক মোঃ আরিফুর রহমান আরিফ, ছাত্রনেতা মোঃ ইকরাম হোসেন।  সম্মেলনে বক্তারা বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে কোন কটুক্তি সহ্য করবেনা মুসলমানরা। বক্তারা অনতি বিলম্বে মহানবী (সঃ) এর অবমাননাকারীদের শাসি- দাবী জানান। অন্যথায় পীর মাশায়েখ আলেম সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। উল্লেখ্য, প্রতি বছর ওইদিনে খান্দুরা দরবার শরীফের উদ্যোগে মনতলা শাহজালাল বিশ্ব বিদ্যালয় কলেজ মাঠে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দ দেশ্য বরেণ্য ওলামায়ে কেরাম উপসি' ছিলেন। সম্মেলনকে কেন্দ্র করে মনতলাসহ মাধবপুর বি.বাড়িয়ার বিভিন্ন 'ানে রঙ্গিণ তোরণ জমকালো আলোকসজ্জা করা হয়। এটি মনতলা এলাকার সর্ববৃহ সম্মেলন।
প্রথম পাতা