শিল্পকলা একাডেমীতে ‘নিজভূমে পরবাসী’ নাটকের মঞ্চায়ন সম্পন্ন
তারিখ: ২০-মে-২০১৩
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে দেউন্দি প্রতীক থিয়েটারের নিজভূমে পরবাসীনাটকটির সফল মঞ্চায়ন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ গ্রপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল ও বিশিষ্ট অভিনেতা ঝুনা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- সম্মিলিত নাট্য পরিষদ হবিগঞ্জের আহবায়ক অ্যাডভোকেট দেওয়ান মিনহাজ গাজী, বাংলাদেশ গ্রপ থিয়েটার ফেডারেশানের সভাপতি মন্ডলীর সদস্য অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, ফেডারেশানের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল সোহেল, চা শ্রমিক নেতা অ্যাডভোকেট রাজেন্দ্র প্রসাদ বুনার্জি ও প্রভাষক চিত্তরঞ্জন রাজবংশী। বক্তব্য রাখেন- স্বপন ঘোষ, ঊষা মান্না প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন- প্রতীক থিয়েটারের উপদেষ্টা গিয়াস উদ্দিন আহমেদ। আলোচনা পর্ব শেষে নিজভূমে পরবাসীনাটকটি মঞ্চস্থ হয়। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন- প্রতীক থিয়েটারের সভাপতি ডাঃ সুনীল বিশ্বাস। নাটকটিতে প্রায় ৩০ জন অভিনেতা-অভিনেত্রী অংশগ্রহণ করেন। নাটক শেষে অনুভূতি প্রকাশ করেন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক তরফদার মুহম্মদ ইসমাইল এবং অ্যাডভোকেট সাইদুর রহমান। উক্ত প্রদর্শনীর সার্বিক সহযোগিতায় ছিল স্বেচ্ছাসেবী সংস্থা প্রাকৃতজন।

উল্লেখ্য, ১৯২১ সালের ২০ মে ইংরেজ সরকারের নির্মম নির্যাতনে অতিষ্ঠ হয়ে ত্রিপুরা, শিলচর ইত্যাদি এলাকার চা শ্রমিকরা নিজের ভূমিতে ফিরতে চাইলে ইংরেজের অনুগত বুর্খা সৈনিকরা চাঁদপুরের মেঘনা ঘাটে নিরীহ চা শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালায়। এরপর থেকে চা শ্রমিকদের বিভিন্ন সংগঠন দিবসটিকে একটি কালো দিবস হিসেবে মূল্লুকে চলদিবস নামে পালন করে আসছে।

প্রথম পাতা