শায়েস্তাগঞ্জে চিকন স্বাস্থ্য মোটা করি বনরাজ হারবাল সেন্টারের ঔষধ খেয়ে যুবক মৃত্যুপথযাত্রী
তারিখ: ২০-মে-২০১৩
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকার বনরাজ হারবাল সেন্টারে গত শনিবার রাতে চিকিসা করিয়ে আনিছুর রহমান আনিছ (২৫) নামের এক যুবক এখন মৃত্যু পথযাত্রী। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের আনিছ সাংবাদিকদের জানান, প্রায় ১ মাস পূর্বে দালাল দরবেশ আলীর মাধ্যমে তিনি চিকন স্বাস্থ্য মোটা করি বনরাজ হারবাল চিকিসা সেন্টারে যান। প্রথমেই ওই প্রতিষ্ঠানের কথিত ডাক্তার ওসমান আলী তাকে জানান- ১৫শ টাকার বিনিময়ে ফাইল নিয়ে সেবন করলে ১ মাসের ভেতরে তোমার চিকন স্বাস্থ্য মোটা হয়ে যাবে। আনিছ উক্ত টাকা দিয়ে একটি ফাইল নিয়ে সেবন করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তিনি অসুস্থ্য হয়ে পড়লে গত শনিবার রাতে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে গতকাল রবিবার রাতে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এব্যাপারে সাধারণ জনগণকে সতর্ক করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আরএমও মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন- এইসব অস্বাস্থ্যকর ঔষধ খেলে শরীরে জটিল রোগ-বালাই দেখা দেয়। কোন কোন ক্ষেত্রে মৃত্যুর ঘটনাও ঘটে।
প্রথম পাতা