শানখলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ভবনে ফাটল
তারিখ: ২০-মে-২০১৩
মোঃ মহিবুর রহমান, শায়েস্তাগঞ্জ ॥ চুনারুঘাট উপজেলার অর্ন্তগত ৫নং শানখলা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ভবনের বিভিন্ন স্থাপনে ফাটল দেখা দিয়েছে। ১৯৯২ সালে নির্মিত এই ভবনটি বর্তমানে  ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। কেন্দ্রের মূল ভবনের সম্মুখে দেয়ালের দুই দিকে বড় ধরণের চারটি ফাটল দেখা দিয়েছে। যে কোন সময় ছাদ ধসে পড়ে দূর্ঘটনার আশংকা রয়েছে। শানখলা ইউনিয়নের একমাত্র চিকিসা কেন্দ্র হওয়ায় প্রতিদিন শতাধিক রোগীর ভীড় লেগে থাকে। বর্তমানে কেন্দ্রে আগত লোকদেরকে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও পরিবার কল্যাণ পরিদর্শিকা বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। তারা জানান- ঔষধ পত্রের বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম হওয়ায় রোগীদের সঠিকভাবে ঔষধ দেওয়া সম্ভব হচ্ছে না। ওই স্বাস্থ্য কেন্দ্রটিতে বিশুদ্ধ পানিরও অভাব রয়েছে। এ ছাড়া কেন্দ্রের আবাসিক ভবনের ছাদ দিয়ে সামান্য বৃষ্টি হলেই পানি ঝড়ে পড়ে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার ভূক্তভোগী লোকজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।
প্রথম পাতা