জেলা বীজ ও কীটনাশক সমিতির সভা
তারিখ: ১৭-এপ্রিল-২০১৪
প্রেস বিজ্ঞপ্তি ॥

গতকাল বুধবার হবিগঞ্জ জেলা বীজ ও কীটনাশক সমিতির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি হাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান মিয়া ও সাংগঠনিক সম্পাদক নুরুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নুরুল আমিন ওসমান, হুমায়ুন কবির, ইবাদুর রহমান রেনু, আব্দুল আল মামুন, হামিদুল হক আখনজী, দিপক, তাজুল ইসলাম, হোসেন আহমেদ খাঁন, খলিলুর রহমান, শামীম আহমেদসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্বস্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে গত ১৩-০৪-২০১৪ তারিখ দৈনিক খোয়াই পত্রিকায় সুপ্রীম সীড কোম্পানীর হিরা-২ ধান চাষ করে বানিয়াচঙ্গের কৃষকের মাথায় হাত শিরোনামের প্রকাশিক সংবাদটি সত্য এবং সুপ্রীম সীড কোম্পানীর রিজোনাল অফিসার ইমদাদুল হকের গত ১৬ তারিখে দৈনিক খোয়াই পত্রিকায় প্রকাশিত প্রতিবাদটি মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদীত। প্রকৃত ঘটনা হলো প্রতিবাদ নিয়ে তিনি শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা অপচেষ্টা করছেন। এছাড়া ও পত্রিকায় প্রতিবাদে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি সঠিক নয়। তার ব্যবহৃত সঠিক নাম্বার হলো ০১৭১৩১৪৫১৫৭-০১৬৮৫৮৮৯৯৪৮। আমরা তার প্রতিবাদের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং সমিতির পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরনের দাবি জানাচ্ছি। অন্যথায় কৃষকদের সাথে নিয়ে সমিতির পক্ষে বিভিন্ন আন্দোলনের কর্মসূচি নেয়ার সিদ্ধান্ত হয়।

প্রথম পাতা