“গণবিচ্ছিন্ন সরকার দেশের স্বার্থ জলাঞ্জলী দিয়ে ভারতের সেবায় মহাব্যস্ত”
তারিখ: ১৭-এপ্রিল-২০১৪
প্রেস বিজ্ঞপ্তি ॥

‘বাংলাদেশের স্বার্থকে মোটেই বিবেচনায় না নিয়ে একতরফা ও অন্যায্য বিদ্যুত করিডোর প্রদান এবং তিস্তাসহ আর্ন্তজাতিক নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারের চরম ব্যর্থতার’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখা। জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও হবিগঞ্জ পৌর আমীর কাজী মহসিন আহমদ, জেলা প্রচার সেক্রেটারী প্রভাষক সাদিকুর রহমান, জেলা শিবিরের সভাপতি খলিলুর রহমান ও সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সেক্রেটারী মীর জমিলুন্নবী ফয়সালের নেতৃত্বে শহরের কালিবাড়ি রোড থেকে বেলা ২টায় মিছিলটি শুরু হয়ে টাউন হল মসজিদের সামনে পথসভার মাধ্যমে কর্মসূচী শেষ হয়। মিছিল উত্তর পথসভায় কাজী মহসিন আহমদ বলেন, বর্তমান সরকার ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে নির্লজ্জের মত ক্ষমতা আকড়ে ধরে রেখেছে। তারা দেশের আপামর জনতা কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে দলীয় পরিচয়ে নিয়োগপ্রাপ্ত পুলিশ, বিজিবি, র‌্যাব এর বন্দুকের উপর নির্ভর করে কেবলমাত্র ভারতের স্বার্থে কাজ করার মুচলেকা দিয়ে তাদের সক্রিয় ভুমিকায় ক্ষমতার মসনদ আকড়ে ধরে দেশের স্বার্থকে জলাঞ্জলী দিয়ে অন্যায্য বিদ্যুত করিডোর প্রদান করেছে এবং তিস্তাসহ আর্ন্তজাতিক নদীগুলোর ন্যায্য হিস্যা আদায়ে কোন ভূমিকা না রেখে পূর্ণ নিরবতা পালন করে ভারত সরকারকে দেয়া প্রতিশ্র“তি পালন করে চলেছে। তিনি অবিলম্বে বিদ্যুত করিডোর প্রদান বন্ধ করা এবং তিস্তাসহ ভারতের অবৈধ বাধায় ক্ষতিগ্রস্ত নদীগুলোর ন্যায্য হিস্যা আদায়ে সোচ্চার হওয়ার পাশাপাশি বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে সকল দলের অংশগ্রহনে নিরপেক্ষ মধ্যবর্তী নির্বাচন দেয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান। অন্যথায় দেশের জনগণকে সঙ্গে নিয়ে ভারতের তল্পীবাহক ও দেশবিরোধী বর্তমান স্বৈরশাসকের পতন নিশ্চিত করতে জামায়াত-শিবির বিগত আন্দোলনের চেয়েও কঠিন ভুমিকা রাখতে বাধ্য হবে।

প্রথম পাতা