শহরে স’মিল মালিককে ২ মাসের কারাদন্ড ॥ সেগুন কাঠ উদ্ধার
তারিখ: ২৪-এপ্রিল-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরের ধুলিয়াখাল ও ২ নং পুল এলাকায় অবৈধ স’মিলের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় অবৈধ কাঠ জব্দসহ সমিলকে মালিককে অর্থদন্ড ও সাজাপ্রদান করা হয়। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলমের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ২নং পুল এলাকার রাজ সমিলে লাইসেন্স না থাকায় ওই প্রতিষ্ঠানের মালিক কথিত যুবদল কর্মী তাজুল ইসলাম টেনুকে ২ মাসের কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। গতকালই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া ধুলিয়াখাল চৌমহনী এলাকায় মতিউর রহমান খানের মালিকানাধীন একটি ফার্ণিচারের দোকানে অভিযান চালিয়ে ৩ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। মোবাইল কোর্টকে সহযোগিতা করেন চৌধুরীবাজার পুলিশ ফাঁড়ির টিএসআই হেলাল উদ্দিন খান ও বন কর্মকর্তা ফিরোজ আলম চৌধুরী, পেরেশকার খলিলুর রহমান। ম্যাজিস্ট্রেট জানান অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেয়া হবে না।

প্রথম পাতা