আজ চাঁদ দেখা গেলে কাল খুশির ঈদ
তারিখ: ২৮-জুলাই-২০১৪
দিদার এলাহী সাজু/কাউছার আহমেদ টিপু ॥

“ও মন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ”- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর এই গানটি ঈদ লগ্নে আবারও বেজে উঠবে নগর-বন্দর গ্রামে। সংগীতের তালে তালে দোলবে যুবক-কিশোরেরা। তবে মহা খুশির এ ঈদ কাল নাকি পরশু তা নির্ধারিত হবে আজ সন্ধ্যায়। আজ সোমবার পশ্চিম আকাশে নতুন চাঁদ দেখা গেলে কাল মঙ্গলবার খুশির ঈদ। আর না দেখা গেলে ঈদ হবে পরশু বুধবার। আরবী ক্যালেন্ডারের নিয়ম এটাই। জানা গেছে, মধ্যপ্রাচ্যসহ ইউরোপের কয়েকটি দেশে আজ সোমবারই উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সংযম সাধনার পর মহা আনন্দের ছোঁয়া নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন রোজাদাররা।

শেষ পাতা