গরীব ও মেধাবৃত্তি ইউকে
তারিখ: ২০-অগাস্ট-২০১৪

প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা,
আপনি যদি হবিগঞ্জ সদর উপজেলার কোন হাইস্কুল, কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত থাকেন, আপনার আর্থিক, পারিবারিক ও পারিপার্শ্বিক অবস্থা যদি অস্বচ্ছল হয়। আপনি যদি মেধাবী হন তাহলে আপনার অতীত, বর্তমান ও ভবিষ্যত জীবনের ইচ্ছা আকাক্সক্ষা, চিন্তা-চেতনা ও সুখ-দুঃখের কথাগুলো সাজিয়ে গুছিয়ে স্বহস্তে (আত্মজীবনীমূলক) রচনা সংক্ষেপে লিখে নিচের ঠিকানায় যথাসময়ে উপস্থিত থেকে জমা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।
আপনার মেধা, হাতের লেখা, পারিবারিক ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে বিচারক মন্ডলীগণ আপনাকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করবেন। প্রথম বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন ৫ হাজার টাকা ও সনদপত্র। দ্বিতীয় বিজয়ী পাবেন ৩ হাজার টাকা ও সনদপত্র এবং তৃতীয় বিজয়ী পাবেন ২ হাজার টাকা ও সনদপত্র।
এছাড়াও শতাধিক বিজয়ীর মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করবেন লন্ডন ও বাংলাদেশের আগত সম্মানিত অতিথিবৃন্দ।
যোগাযোগ
মুসলেহ্ উদ্দিন মুস্তফা (মেম্বার)

প্রথম পাতা
শেষ পাতা