২০ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশে জিকে গউছ ॥ দেশকে গণতন্ত্রহীন করতেই সরকার সম্প্রচার নীতিমালার নামে কালো আইন তৈরী করেছে
তারিখ: ২০-অগাস্ট-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন,দেশকে গণতন্ত্রহীন করতেই সরকার সম্প্রচার নীতিমালার নামে কালো আইন করেছে। এই আওয়ামী বাকশালী সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। এতে আওয়ামীলীগের অতিথের ইতিহাস আবারও দেশবাসীর সামনে উন্মোচিত হয়েছে। জিকে গউছ বলেন- আওয়ামীলীগ ক্ষমতায় আসলে প্রথম আঘাত হানে মিডিয়ার উপর। কারণ তাদের বিপক্ষে যেন কেউ কথা বলতে না পারে। অতীতে তারা অসংখ্য গণমাধ্যম বন্ধ করে দিয়েছে। সাংবাদিক ও সম্পাদকদের হয়রানি ও নির্যাতন করেছে। তিনি আরও বলেন, ক্ষমতাসীন দলের নেতাদের মুখ থেকে আগে গণতন্ত্রের কথা বলা হলেও এখন তাদের আসল চেহারা উন্মোচিত হয়েছে। তিনি গতকাল গণবিরোধী সম্প্রচার নীতিমালার প্রতিবাদে ২০ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন।
স্থানীয় পৌরসভা মাঠে গতকাল বিকেলে জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট খালিকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোশাহিদ আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু ও এডভোকেট হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক এডভোকেট সারওয়ার রহমান চৌধুরী, জেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ আইয়ুব আলী পোদ্দার, জেলা কৃষকদলের সভাপতি মখলিছ উর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আওয়াল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জামায়াত নেতা শেখ আব্বাস আলী, কাজী মহসিন আহমেদ, নজরুল ইসলাম, জাপা নেতা সৈয়দ মোতাব্বির হোসেন ফঠিক, সৈয়দ রিয়াজ উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, জেলা ছাত্রদলের আহ্বায়ত তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, ওলামাদলের সভাপতি ক্বারী কবির হোসেন, জাসাস সভাপতি শাহ আলম মিন্টু, মহিলাদল নেত্রী এডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ প্রমুখ।

প্রথম পাতা
শেষ পাতা