বানিয়াচঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি মজিদ খান ॥ বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে বিগত কোন সরকার করতে পারেনি
তারিখ: ২০-অগাস্ট-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব সরকার, উন্নয়নের সরকার। বর্তমান সরকারের আমলে বানিয়াচং-আজমিরীগঞ্জে যে উন্নয়ন হয়েছে বিগত ৪০ বছরেও কোন সরকার তা করতে পারেনি। বর্তমান সরকারের আমলে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্ত হয়েছে, ৫টি নতুন উচ্চ বিদ্যালয় নির্মাণ করা হয়েছে। যার প্রতিটি নির্মাণ ব্যয় প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা। প্রায় ২৬টি উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ হয়েছে যার প্রত্যেকটি ব্যয় ৪৭ থেকে ৬০ লক্ষ টাকা। ৭৬টি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ হয়েছে। ৪টি কলেজের ভবন নির্মাণ করা হয়েছে। ২টি মাদ্রাসা ভবন নির্মাণ হয়েছে। এছাড়া স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, মসজিদ, মন্দির, কবরস্থান, ইউনিয়ন অফিস, ফায়ার সার্ভিস, কমিউনিটি ক্লিনিক, ঈদগা, শ্মশানঘাট সহ বানিয়াচং-আজমিরীগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে করা হয়েছে। তিনি গতকাল মঙ্গলবার সকালে বানিয়াচং আইডিয়েল কলেজে এইচএসসি পরীক্ষার ১ম ব্যাচে উত্তীর্ণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন।  
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনসুর আহাম্মদ ভূইয়ার সভাপতিত্বে ও প্রভাষক মোঃ জসীম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও কলেজের সভাপতি হায়দারুজ্জামান খান ধন মিয়া, শিক্ষক বিপুল ভূষণ রায়, মতিউর রহমান শাহেদ আলী।

প্রথম পাতা
শেষ পাতা