হবিগঞ্জে ছিনতাইকারীদের প্রবণতাবৃদ্ধি টার্গেট গ্রাম অঞ্চলের সহজ সরল মানুষ
তারিখ: ১-সেপ্টেম্বর-২০১৪
জাকারিয়া চৌধুরী ॥

হবিগঞ্জ শহরের যত্রতত্র গড়ে উঠছে ডায়াগনস্টিক সেন্টার। আর এসব সেন্টারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ছিনতাই এর প্রবণতা। ছিনতাই কারীদের খপ্পরে পড়ে রোগী নিয়ে আসা সাধারণ জনগনকে নিঃস্ব হয়ে বাড়িতে ফিরতে হচ্ছে। এসব ছিনতাই কারীদের টার্গেট গ্রামগঞ্জ থেকে আসা সাধারন রোগীরা। অভিনব কায়দায় ছিনতাই কারীরা রোগীদের কাছ থেকে হাতিয়ে নিয়ে যাচ্ছে টাকা পয়সা। জেলার একমাত্র সদর আধুনিক হাসপাতাল থেকে শুরু করে শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার গুলোতে শান্তিতে থাকতে পারছে না রোগীরা। একটি দালাল চক্রের মাধ্যমে রোগী ও তাদের সাথে আসা আত্মীয় স্বজনদেরকে প্রতিনিয়ত শিকার হতে হচ্ছে একটি শক্তিশালী ছিনতাই চক্রের হাতে। আর ছিনতাইয়ের কবলে পড়ে হারাতে হচ্ছে মোবাইল, টাকা পয়সাসহ আসবাবপত্র।

উল্লেখ্য, গত শুক্রবার মুন ডক্টরস এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আসা বানিয়াচং থেকে ফরহাদ হুসেন ও রাশিদুল হাসান জানান, তার বোন কে নিয়ে ডাক্তার দেখাবার জন্য মুন ডক্টরস এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আসলে ছিনতাই কারীরা তার বোনের বেগ থেকে একটি নকিয়া মোবাইল সেট ও নগদ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। একই সময়ে একটি মোবাইল সেটসহ এক ছিনতাই কারী মহিলাকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেয় জনতা। এদিকে গত কয়েকদিন আগে সদর হাসপাতাল এলাকা থেকে স্বর্ণের চেইনসহ এক মহিলা ছিনতাই কারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

শেষ পাতা