বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় জিকে গউছ ॥ হবিগঞ্জ শহরকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্র“তিবদ্ধ
তারিখ: ১-সেপ্টেম্বর-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ পৌরএলাকার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ পৌরভবন প্রাঙ্গনে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন হবিগঞ্জ পৌর পরিষদ, ইউপিপিআরপি কর্মকর্তাবৃন্দ, পৌরকর্মকর্তাবৃন্দ, সিডিসি ফেডারেশন নেতৃবৃন্দ ও সিডিসি ফেডারেশন কর্তৃক পরিচালিত বর্জ্য সংগ্রহ ও অপসারন কাজে নিয়জিত ভ্যানগাড়ী চালকবৃন্দ। সভার সভাপতি মেয়র আলহাজ্ব জি কে গউছ মতবিনিময় সভায় সকল পর্যায়ের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেন। সভায় সিদ্ধান্ত হয় বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ কার্যক্রমকে নতুনভাবে পূর্নগঠনের মাধ্যমে আগামী ১লা অক্টোবর হতে জোরদার করা হবে। বর্তমানে ১২টি ভ্যানগাড়ী সারা পৌর এলাকায় কাজ করছে। ১লা অক্টোবর হতে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে আরো নতুন ৭ টি ভ্যান গাড়ী নির্মান করে দেয়া হবে বলে মেয়র আলহাজ্ব জি কে গউছ ঘোষনা দেন। এতে করে নতুন নতুন এলাকা অন্তর্ভুক্তির মধ্য দিয়ে নতুন কর্মী ও কর্মচারী নিয়োগের মাধ্যমে বর্জ্য সংগ্রহ কার্যক্রমকে ঢেলে সাজানো হবে। মেয়র বলেন, হবিগঞ্জ শহরকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে আমরা জনগনের কাছে প্রতিশ্র“তিবদ্ধ। সেই প্রতিশ্র“তির যথাযথ বাস্তবায়নের জন্য আমাদেরকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি বলেন এ ব্যাপারে পৌরসভা, ইউপিপিআরপি’র বর্জ্য ব্যবস্থাপনা কমিটি ও নাগরিকগনের সহযোগিতা থাকলে কর্মসুচি অবশ্যই সফল হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর পিয়ারা বেগম, সালমা আক্তার চৌধুরী, দিলীপ দাস, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, মোঃ আলমগীর, মোঃ মাহবুবুল হক হেলাল, পৌর সচিব নুর আজম বিন আখতার, টাউন ম্যানেজার মোঃ শফিউল্লাহ, পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, সিডিসি ফেডারেশন সভাপতি মোঃ আরব আলী, উমেদনগর ক্লাষ্টার সভাপতি হাজী লুৎফুর রহমান নানু, বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন প্রমুখ।

শেষ পাতা