প্রাইমারী স্কুলের নতুন ভবন উদ্বোধনকালে এমপি মজিদ খান ॥ এই সরকার ক্ষমতায় থাকলে প্রতি গ্রামে-গ্রামে স্কুল স্থাপন করা হবে
তারিখ: ১-সেপ্টেম্বর-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

গতকাল বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের হিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ খান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে প্রতি গ্রামে গ্রামে স্কুল স্থাপন করা হবে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আশীষ কুমুর চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী (এলজিইডি), রবিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবির রেজা, ১১নং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাজিদ আলী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খসরু, ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা আলম মিয়া, আঃ হামিদ, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি নূর মিয়া তালুকদার প্রমূখ।

অনুষ্ঠানে এমপি মজিদ খান আরও বলেন, ইতিমধ্যে হবিগঞ্জ-সুজাতপুর রাস্তা ৪ কোটি ২৬ লাখ টাকায় সংস্কার চলছে। মক্রমপুর-হিয়ালা রাস্তার ১ কোটি ৫০ লাখ টাকার কাজের টেন্ডার প্রক্রিয়াধীন। টুপিয়াজুরি আগুয়া রাস্তার ১ কোটি ৭০ লক্ষ টাকার কাজ চলমান। দক্ষিণ সাঙ্গর, উত্তর সাঙ্গর রাস্তার ৫০ লাখ টাকার কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। এছাড়া মসজিদ, মন্দির, ঈদগা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, কবরস্থান, শ্মশানঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। উল্লেখ্য, হিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণে ব্যয় হয়েছে ৫৯ লক্ষ টাকা।

শেষ পাতা