সুন্নীয়ত সংরক্ষণ পরিষদের সভায় আশরাফুল ওয়াদুদ ॥ শাহজালাল (রাঃ) উত্তরসূরীদেরকে সুন্নীয়তের সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে
তারিখ: ১৬-সেপ্টেম্বর-২০১৪
প্রেস বিজ্ঞপ্তি ॥

সুন্নীয়ত সংরক্ষণ পরিষদ আয়োজিত হযরত শাহ জালাল (রাঃ) এর ওরস মাহফিলে সংগঠনের আমীর পীরে কামেল মুফতি আবু ছাফওয়ান মুহাম্মদ আশরাফুল ওয়াদুদ বলেছেন, বাংলাদেশ ওলি আউলিয়ার দেশ। এদেশে ইসলাম এসেছে আউলিয়াদের কেরামতে রুহানী শক্তি এবং তাদের মেহনতের মাধ্যমে। তাই ওলিদের মাজারকে শ্রদ্ধা করা ও তাদের যিয়ারতের উদ্দেশ্যে সফর করা শরীয়ত সম্মত। পক্ষান্তরে আহলে হাদীস, সালাফী মূলতঃ তারা হচ্ছে খালাফী। কারন, তারা ইসলামের মূলধারা হতে বিচ্যুত। মিলাদ-কিয়াম, ওরস-ফাতেহা, কবর জিয়ারত ইত্যাদি পূণ্যময় কাজকে হারাম, শিরক, বিদআত ফতোয়া দিয়ে মানুষকে পথ ভ্রষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। এহেন পরিস্থিতিতে হযরত শাহ জালাল (রহঃ)-এর উত্তরসুরীদেরকে ওই সমস্ত বাতিল শক্তির মোকাবেলা করে সুন্নীয়তের সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। তিনি গত ১৪ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব সুন্নীয়ত সংরক্ষণ পরিষদের ব্যবস্থাপনায় উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক দাতায়ে বাঙ্গাল হযরত শাহ জালাল মুজাররদ ইয়ামনী (রাঃ)-এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে সুন্নী সমাবেশ ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। হবিগঞ্জ আরডি হল প্রাঙ্গণে আয়োজিত এবং নির্বাহী মহাসচিব আমীরুল ইসলাম রামীমের পরিচালনায় কুরআন তেলওয়াত করেন সাংগঠনিক সচিব- হাফেজ ফজলুল হক, নাতে রসুল পাঠ করেন অর্থ-সচিব ক্বারী জুবায়ের আহমদ। স্বাগত বক্তব্য রাখেন- মহাসচিব আলহাজ্ব মফিজুর রহমান, প্রধান মেহমান ছিলেন পিপি এড.আকবর হোসেন জিতু। নাতে রসুল পেশ করেন পীরে তরিকত মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ। বক্তব্য রাখেন- মাওলানা হাফেজ মফিজুর রহমান নকশেবন্দী, আলহাজ্ব মুফতি বদরুর রেজা সেলিম, পীরে তরিকত আল্লামা অধ্যাপক শহিদুল ইসলাম, মাওলানা আজিজুল ইসলাম খান, জাহিদুল ইসলাম বিএসসি  প্রমূখ। উপস্থিত ছিলেন মুফতি আবিদুল হক নকশেবন্দী, সুপার মুফতি মহিউদ্দিন নঈমী, মাওলানা আব্বাস উদ্দিন, মাওলানা আব্দুল আজিজ, হাফেজ এবাদুল হক চৌধুরী, এডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন, মাওলানা আব্দুস সাত্তার নূরী, মাওলানা নাছির উদ্দিন, শেখ মোঃ তানভীর হোসেন, হাবিবুর রহমান, পারভেজ মোল্লা, আশরাফ উদ্দিন চৌধুরী, হাফেজ জাকারিয়া আহম্মদ প্রমুখ। মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা আব্দুল আলিম আখেরী মোনজাত পরিচালনা করেন সংগঠনের আমীর মুফতি আবু ছাফওয়ান মুহাম্মদ আশরাফুল ওয়াদুদ।

প্রথম পাতা
শেষ পাতা