মানব কল্যাণ উচ্চ বিদ্যালয় নিয়ে সৃষ্ট বিরোধ সালিশে নিষ্পতি
তারিখ: ১৬-সেপ্টেম্বর-২০১৪
আখলাছ আহমেদ প্রিয় ॥

বাহুবল উপজেলার মানব কল্যাণ উচ্চ বিদ্যালয় নিয়ে সৃষ্ট বিরোধটি সচেতন মহলের নিরলস প্রচেষ্টায় ও ভুমিকা পালনের মধ্যে দিয়ে অবশেষে সালিশে নিষ্পতি হয়েছে। গতকাল দুপুর ১২ টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বিদ্যালয়ের সাবেক ছাত্র জহিরুল ইসলাম সহ এলাকার প্রাক্তন মুরিব্বীয়ানের সমন্বয়ে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। শালিসে সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই। সভায় দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের দিকে লক্ষ্য রেখে উক্ত বিরোধটির এক পক্ষ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য এম এ হাশিম ও  অপর পক্ষ বিদ্যালয়ের সভাপতি উস্তার তালুকদার এবং প্রধান শিক্ষক মুজিবুর রহমানের মধ্যে  বিরোধ ও দীর্ঘ দিনের দ্বন্ধ নিরসনের লক্ষে সভায় উভয়ের কথাই সঠিক রেখে মিলিয়ে দেয়া হয়। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, লামাতাসি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান টেনু, সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মুসা, তরপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাক আহমেদ, ভুলকোট আদর্শ বিদ্যা নিকেতন এর প্রধান শিক্ষক মানিক মিয়া, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আইয়ুব আলী, মিরপুর গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান, উপজেলা ছাত্রদল আহবায়ক কাজল মিয়া, কটিয়াদী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল জলিল, মেম্মার মাহমুদ হাসান, মেম্মার শফিকুল ইসলাম, সাংবাদিক সাইফুর রহমান জুয়েল, সাবেক মেম্মার জলিল মিয়া, মেম্মার আব্দুস ছমেদ, আজব আলী, তোতা মিয়া, শাহাজান মিয়া, আব্দুল খালেক, আব্দুুল হাফিজ, ইউনুছ মিয়া, সায়েদ উল্যা, ও শামীম আহমেদ প্রমূখ।

প্রথম পাতা
শেষ পাতা