বাহুবলে মেম্বারের সহযোগিতায় ৭ম শ্রেণীর ছাত্রীর বাল্য বিয়ে!
তারিখ: ১৬-সেপ্টেম্বর-২০১৪
স্টাফ রিপোর্টার, বাহুবল ॥

বাহুবল উপজেলার রামচন্দ্রপুর প্রকাশিত দুপাখাই গ্রামের সাধু মিয়ার কন্যা ও ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী জোনাকী আক্তার (১৩) এর সাথে বিদেশ ফেরত স্থানীয় ভাটপাড়া গ্রামের আরজান আলীর সাথে গতকাল রাতে বিয়ে সম্পন্ন হয়েছে বলে খবর পাওয়া গেছে। ওই স্থানীয় মেম্বার জালাল মিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। গতকাল রাত ৯টার দিকে এ বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা যুব উন্নয়ন অফিসের সুপারভাইজার জহিরুল ইসলাম ও কৃষি অফিসের মাহিদুল ইসলাম কনের বাড়িতে যাওয়ার খবর পাওয়ার সাথে সাথেই দ্রুত বর পক্ষকে বাড়ি থেকে সরিয়ে ফেলেন। জোনাকীর বিয়ের ব্যাপারে তার বাবা সাধু মিয়া জানান- আমার মেয়ের কোন বিয়ের তারিখ ছিলনা। সে নিয়মিত স্কুলে পড়ালেখা করে আসছে। আমার মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বিয়ে দেব না বলে লিখিত মুচলেকা প্রদান করেন। এদিকে স্থানীয় একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করে দাবী করেছে আরজান আলীর সাথে জোনাকীর বিয়ে সম্পন্ন হয়েছে।

যারা এ বিয়েতে দাওয়াত হিসেবে খাওয়া দাওয়া করেছেন এদের মধ্যেও কেউ কেউ তা স্বীকার করেন। প্রশাসনের লোকজন কনের বাড়িতে গেলে দেখা যায় বিশাল আকৃতির খাওয়ার দাওয়ার অনুষ্ঠান চলছিল। এ অনুষ্ঠানকে মিলাদ মাহফিল হিসেবে আখ্যায়িত করেন কনের লোকজন। অপরদিকে কনের চাচা সার্টিয়াজুরী সরকারি পোষ্ট অফিসে কর্মরত মধু মিয়া বিয়ের কথা অস্বীকার করলেও মুচলেকা নামায় স্বাক্ষর করতে অনিহা প্রকাশ করলে রহস্যের সৃষ্টি হয়। এসময় উপস্থিত ছিলেন মেম্বার জালাল মিয়া, মজনুন হাসান ইয়াকুত, মধু মিয়া, কনের পিতা সাধু মিয়া, এফ আর হারিছ, সহ পরিবারের লোকজন।

প্রথম পাতা
শেষ পাতা