উপজেলা আইন শৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত ॥ বানিয়াচঙ্গ সড়কে সিএনজির ভাড়া বেশি নেয়া হলে কঠোর ব্যবস্থা
তারিখ: ২১-অক্টোবর-২০১৪
বানিয়াচং প্রতিনিধি ॥

বানিয়াচং উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামসুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান ও তানিয়া খানম। বক্তব্য দেন  সহকারি কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান, এল আর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির আখন্দ, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেবপদ রায়, কৃষি কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিত দেব, উপজেলা ইঞ্জিনিয়ার বিপ্লব পাল, ভিডিপি অফিসার অরুন বরুন রায়, উপজেলা শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য, কাজী মাওলানা আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান সারওয়ার, সমাজসেবা কর্মকর্তা জালাল উদ্দিন, বিআরডিবি চেয়ারম্যান ইমরান মিয়া, মাওলানা হাবিবুর রহমান, মুক্তিযাদ্ধা মোহাম্মদ আলী মমিন, মন্জু কুমার দাশ প্রমুখ। সভায় এমপি আব্দুল মজিদ খান হবিগঞ্জ বানিয়াচং সড়কে সিএনজি ভাড়া জনপ্রতি (৩৫) টাকা ধার্য্য করার ঘোষনা দেন এবং তা সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে অতিরিক্ত ভাড়া আদায় কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সভায় আইন শৃঙ্খলা কমিটির সভা প্রতি মাসের ৭ তারিখ অনুষ্ঠিত হবে বলে নির্ধারণ করা হয়। আইন শৃঙ্খলা সভা শেষে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ।

প্রথম পাতা
শেষ পাতা