বাহুবলে হিলালপুর দাখিল মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা
তারিখ: ২১-অক্টোবর-২০১৪
বাহুবল প্রতিনিধি ॥

বাহুবলের হিলালপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসা সুপারের উপর হামলার পর এবার একদল কথিত ছাত্র মাদ্রাসা গেইটে তালা ঝুলিয়ে দিয়েছে। খবর পেয়ে বাহুবল থানার একদল পুলিশ পৌছে স্থানীয় লোকজন ও শিক্ষকদের সাথে আলোচনা করে তালা খুলে দেয়। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার একটি চক্র মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করতে উঠে পড়ে লেগেছে। এতে শিক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। তবে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে সুপার হারুন আল-রশিদের দায়েরকৃত মামলায় হিলালপুর গ্রামের ৬ জনের বিরুদ্ধে আদালত দুই বছরের সাজা সহ জনপ্রতি ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সাজা প্রদান করেন। এদিকে গত শনিবার দুপুরে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা বিতরণে মাদ্রাসা প্রাঙ্গনে উপস্থিত হন উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার শামছুন্নাহার পারভিন ও মাদরাসা সুপার হারুণ আল-রশিদ। এসময় আব্দাকামাল গ্রামের মজনুল হাসান ইয়াকুত, হিলালপুর গ্রামের ছায়েদ ও নজরুল ইসলামের নেতৃত্বে একদল লোক মাদ্রাসার ভিতরে প্রবেশ করে সুপার হারুন আল-রশিদের উপর হামলা চালায়। গতকাল সোমবার মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের  কোরআন ও তাজবিদ পরীক্ষা চলছিল। পরীক্ষা চলার এক পর্যায়ে হিলালপুর গ্রামের কয়েকজন যুবক শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে তালা ঝুলিয়ে দেয়। এ নিয়ে অন্যান্য ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। খবর পেয়ে বাহুবল মডেল থানার এস আই আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে গেইটের তালা খুলে দেয়।

এ ব্যাপারে, এস আই আব্দুল্লাহ আল-মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মাদ্রাসার সুপার হারুন আল রশিদকে রাখা না রাখা নিয়ে এ ঘটনা ঘটেছে। একটি পক্ষ সুপারকে রাখতে সম্মতি এবং অপর পক্ষের অসম্মতি থাকায় দ্বন্ধ দেখা দিয়েছে।

প্রথম পাতা
শেষ পাতা