পুরাতন খোয়াইমুখে ইমান আলীর লোকজনের দেশীয় অস্ত্র মজুদ
তারিখ: ৩০-অক্টোবর-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াইমুখ এলাকা থেকে গ্রেফতারকৃত ইমান আলী (২৬) এখন কারাগারে। এদিকে ইমান আলীর লোকজন আবারো সংঘটিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। পুলিশ জানায়, তারা বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্রশস্ত্র মজুত করছে। এ খবর পেয়ে পুলিশ তৎপর হয়ে উঠলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গতকাল বুধবার দাঙ্গাবাজরা শহরের খোয়াইমুখ এলাকায় বেনু মাধব রায়ের তেলের গুদামে আবারো দেশীয় অস্ত্র মজুদ করছিল। বিষয়টি স্থানীয় লোকজনের মাঝে চাওর হলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। সাথে সাথে পুলিশী তৎপরতা ওই এলাকায় টহল জোরদার করলে দাঙ্গাবাজরা পালিয়ে যায়। এদিকে গত মঙ্গলবার আদালতে হাজির করলে বিচারক ইমান আলীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ সময় পুলিশ বহু অপকর্মের হোতা ইমান আলীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড প্রার্থনা করেছে। পুলিশ জানায়, ইমান আলী চুরি, দাঙ্গা-হাঙ্গামা ও হত্যাকান্ডসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ করলে তার সহযোগীদের নাম ঠিকানা পাওয়া যাবে। এছাড়া অনেক অপরাধের গোপন তথ্য বেরিয়ে আসবে। এতে আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে সহায়ক হবে। পুলিশ অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। হবিগঞ্জ সদর থানার এসআই ইকবাল বাহার উপরোক্ত তথ্য জানান। জানা যায়, গত সোমবার রাতে ইমান আলী ও তার লোকজন অপরাধ সংঘটনের লক্ষ্যে পুরাতন খোয়াইমুখ এলাকার ব্যবসায়ী বেনুমাধব রায়ের তেলের গুদামে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মজুত করছিল। বেনুমাধব রায় এসব সন্ত্রাসীদের দিয়ে বিভিন্ন স্থানে অপরাধ সংঘটিত করে থাকে।

প্রথম পাতা
শেষ পাতা