প্রতিবাদে জামাতের ৩ দিনের হরতাল ঘোষণা ॥ মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমীর নিজামীকে মৃত্যুদণ্ড
তারিখ: ৩০-অক্টোবর-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

একাত্তরের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, ধর্ষণ, সাধারণের বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ প্রমাণিত হওয়ায় মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে মৃতুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১। আদেশে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়েছে। গতকাল বুধবার দুপুর সোয়া ১২টার দিকে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বহুল প্রতিক্ষীত এ রায় ঘোষণা করেন। আল বদর বাহিনীর প্রধান নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়েছে। এর মধ্যে চারটি অভিযোগে তাকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। এছাড়া বাকি চার অভিযোগে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এর আগে বেলা ১১টা ৭ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের বক্তব্যের মধ্য দিয়ে ২০৪ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়া শুরু হয়। শুরুতেই ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, ‘আমরা অপেক্ষায় ছিলাম কবে রায় দিতে পারবো। এ জন্য অনেকে অনেক কথাই বলেছেন। ন্যায়বিচার ও আইনের শাসনের কথা আদালত বলতে পারেন, অন্য কেউ বলতে পারে না। আমরা টক-শো কিংবা রাস্তায় আদালতের বিষয়ে কোনো কথা বলতে পারি না। মন্তব্য করার সময় আমাদেরকে জবাবদিহির কথা মনে রাখতে হবে।’ এর আগে বেলা ১১টায় বিচারপতিরা এজলাসে প্রবেশ করেন। প্রায় একই সময় নিজামীকে ট্রাইব্যুনাল-১ এর কাঠগড়ায় নেয়া হয়। তারও আগে বুধবার সকাল ৯টা ২৫ মিনিটে তাকে প্রিজন ভ্যানে করে কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে নেয়া হয়। এদিকে দলের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় দেয়ায় দুই দফায় ৭২ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতি, আগামী রবি ও সোমবার দেশব্যাপী এ হরতাল পালন করা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল। শুক্রবার মতিউর রহমান নিজামীর মুক্তি ও সাবেক আমির গোলাম আযমের রূহের মাগফিরাত কামনায় দোয়াসহ সকল নেতাদের জন্য দেশব্যাপী দোয়ার অনুষ্ঠান। শনিবার মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে ও আটক সব নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি। এবং রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালন করা হবে।

প্রথম পাতা
শেষ পাতা