শায়েস্তাগঞ্জে লন্ড্রী ব্যবসায়ীকে হত্যার অভিযোগে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড
তারিখ: ৩০-অক্টোবর-২০১৪
জাকায়িরা চৌধুরী ॥

শায়েস্তাগঞ্জে চুরি করে পালিয়ে যাওয়ার সময় লন্ডী ব্যবসায়ীকে হত্যার অভিযোগে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে জেলা দায়রা জজ এর বিচারক মাহবুব-উল ইসলাম এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলো শায়েস্তাগঞ্জ লেঞ্জাপাড়া গ্রামের সফিক মিয়া (৫০)। ঘটনার বিবরনে জানা যায, ২০১৩ সালের ১লা অক্টোবর দিবাগত রাতে দন্ডপ্রাপ্ত ব্যক্তি সফিক মিয়া একই এলাকার লন্ডী ব্যবসায়ী হিরেন্দ্র দাসের বাড়িতে চুরির উদ্দেশ্যে হানা দেয়। এসময় হিরেন্দ্র দাস চোর সফিককে ঝাপটে ধরে ফেললে সফিক মিয়া ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই হিরেন্দ্র মারা যায়। এ ঘটনার পর নিহতের স্ত্রী বাসনা রানী দাস বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ তদন্ত করে সফিক মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহন শেষে গতকাল আসামীর উপস্থিতিতে রায় ঘোষনা করেন।

রায়ের পর মামলার বাদী বাসনা রানী দাস জানান, রায়ে আমি সন্তোষ প্রকাশ করছি। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর এম আকবর হোসেন জিতু। আসামপক্ষে ছিলেন এডভোকেট ফারুক আহমেদ।

প্রথম পাতা
শেষ পাতা