প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার ১ম দিনে ২৯১৪ জন অনুপস্থিত
তারিখ: ২৪-নভেম্বর-২০১৪
আব্দুর রউফ সেলিম ॥

সারাদেশের ন্যায় হবিগঞ্জেও প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী-এর প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত একটানা এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৬ হাজার ৭শ ৭২জন শিক্ষার্থী অংশ গ্রহণের কথা থাকলে তাদের মধ্যে অনুপস্থিত ছিল ২ হাজার ৯শ ১৪ জন। এরমধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৪৩ হাজার ৮শ ৩৬ জনের মধ্যে অনুপস্থিত ছিল ২ হাজার ৪শ ৩৭ এবং ইবতেদায়ীতে ২ হাজার ৯শ ৩৬-এর মধ্যে অনুপস্থিত ছিল ৪৭৭জন।

উল্লেখ্য, জেলার ১শ ২৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা চলছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এবার হবিগঞ্জ সদর উপজেলা থেকে ২২টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী শাখায় ৭ হাজার ২১ ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী শাখায়  ৩শ ৯২, নবীগঞ্জ উপজেলা থেকে ১৭টি কেন্দ্রে  প্রাথমিক শিক্ষা সমাপনী শাখায় ৭ হাজার ১শ ৬৯ ও ইবতেদায়ী শাখায় ৭শ ৮১, চুনারুঘাট উপজেলা থেকে ২১টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী শাখায় ৬ হাজার ৯শ ও ইবতেদায়ী শাখায় ৫শ ৩৫, মাধপুর উপজেলা থেকে ১৭টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী শাখায় ৭ হাজার ৫শ ২৭ ও ইবতেদায়ী শাখায় ২শ ৫২, বানিয়াচং উপজেলা থেকে ২১টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী শাখায় ৬ হাজার ৮শ ২২ ও ইবতেদায়ী শাখায় ৪শ ৭৯, বাহুবল উপজেলা থেকে ১৬টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী শাখায় ৩ হাজার ৩শ ২৬ ও ইবতেদায়ী শাখায় ২শ ৭৪, লাখাই উপজেলা থেকে ৯টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী শাখায় ৩ হাজার ১শ ৬৪ ও ইবতেদায়ী শাখায় ১শ ৪১ এবং আজমিরীগঞ্জ উপজেলা থেকে ৬টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী শাখায় ১ হাজার ৯শ ৭ ও ইবতেদায়ী শাখায় ৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ কথা ছিল।

প্রথম পাতা