অলৌকিক ভাবে রক্ষা পায় ২ মাসের শিশু তানজু ॥ হবিগঞ্জ ও বানিাচঙ্গে পৃথক সড়ক দূর্ঘটনায় আহত ১০
তারিখ: ২৬-নভেম্বর-২০১৪
নিরঞ্জন গোস্বামী শুভ ॥

হবিগঞ্জ ও বানিয়াচঙ্গে পৃথক সড়ক দূর্ঘটনায় মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গতকাল মঙ্গলবার হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী সিএনজি বানিয়াচঙ্গের শরীফ উদ্দিন রাস্তার উপর একটি গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সিএনজি যাত্রী বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামের ছালেক মিয়ার স্ত্রী ইয়াছমিন আক্তার (২২), ও তার স্বামী ছালেক মিয়া (৩০), নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামের আব্দুল হান্নানের পুত্র মোবিন মিয়া (২৬)সহ ৫জন আহত হয়। এ সময় অলৌকিক ভাবে অক্ষত অবস্থায় রক্ষা পায় ইয়াছমিন আক্তারের ২ মাসের শিশুকন্যা তাসনিম আক্তার তান্জু।

এদিকে গতকাল সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি মোটর সাইকেল শহরতলীর ধুলিয়াখাল নামক স্থানে একটি বাই সাইকেলের সাথে সংঘর্ষ বাঁধে। এতে মোটর সাইকেল আরোহী সদর উপজেলার তেঘরিয়া গ্রামের মনফর আলীর পুত্র রমজান আলী (২৫), পাইকপাড়া এলাকার আতাব মিয়ার পুত্র জামাল মিয়া (৩২) ও শহরের মোহনপুর এলাকার জয়নাল আবেদীনের পুত্র সায়মন (২০) গুরুতর আহত হয়। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রথম পাতা
শেষ পাতা