বানিয়াচং আওয়ামীলীগের বর্ধিত সভায় এমপি মজিদ খান ॥ সরকার কৃষকের ঘরে সার ও বিদ্যুতের ব্যবস্থা করেছেন
তারিখ: ২৬-নভেম্বর-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াচাং-আজমিরীগঞ্জের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ খান বলেছেন, শেখ হাসিনাকে কৃজ্ঞতা জানানোর জন্য ২৯ নভেম্বর জনসভায় যোগদান করতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, কৃষি কার্য, ১০ টাকায় কৃষকদের ব্যাংক একাউন্ট খোলা, কৃষি পণ্য সহজলভ্য করণ, ১ জানুয়ারী শিক্ষার্থীদের মধ্যে ২৭ কোটি বই বিতরণ, গ্রামে গ্রামে ডাক্তার প্রেরণ, জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠন সহ সাধারণ মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার দ্বারপ্রান্তে উপনীত করেছেন। ঘরে ঘরে সার ও বিদ্যুতের ব্যবস্থা করেছেন। তাই আমাদের শেখ হাসিনার কৃতজ্ঞতা জানানো উচিত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
তিনি গতকাল বিকেলে ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে বানিয়াচং উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন কমিটির বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। গতকাল বিকাল ৩টায় ইকরাম বাজারে ১২নং সুজাতপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সন্ধ্যা ৬টায় উত্তর সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৩নং মন্দরী ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সামছুল হক। আরও বক্তব্য রাখেন মোঃ জালাল উদ্দিন খন্দকার, চেয়ারম্যান, ১৩নং মন্দরী ইউপি, তজম্মুল হক চৌধুরী, হরবল্লভ চৌধুরী, ইদ্রিস মিয়া, শামীম চৌধুরী প্রমূখ।

প্রথম পাতা
শেষ পাতা