বানিয়াচঙ্গে বিজয় দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি খোলা মাঠে অনুষ্ঠিত হবে সকল কর্মসূচি
তারিখ: ২৬-নভেম্বর-২০১৪
বানিয়াচং প্রতিনিধি ॥

২৫ নভেম্বর দুপুরে বানিয়াচঙ্গে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মোহাম্মদ সামসুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চলতি বছর দিবসটি উৎযাপনে বিভিন্ন কর্মসুচি গ্রহন করেছে। এবারই প্রথম ক্রিড়াঙ্গনে প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করবে। এর জন্য এল আর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠকে খেলাধুলার জন্য বেঁচে নেয়া হয়েছে। তিন স্তরে বিজয় দিবসে ক্রিড়া প্রতিযোগীতা সম্পন্ন করতে তিনটি উপকমিটি করা হয়েছে। উন্মুক্ত মাঠে সকলের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারগনকে সংবর্ধনা প্রদান কালে মুক্তিযোদ্ধাগণ যুদ্ধের স্মৃতিচারন করবেন। এই সকল প্রস্তুতি সম্পন্নে পুরোমাঠকে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। যে কোন অপ্রীতিকর ঘটনা রোধকরতে প্রশাসন সার্বক্ষনিক নজরদারী রাখবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালিত হতে পারে বলে সভায় সিদ্ধান্ত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান ও তানিয়া খানম, ইউ.পি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, মাওলানা হাবিবুর রহমান, মিজানুর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, এলআর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির আখন্দ, ইউসিসিএ চেয়ারম্যান ইমারান মিয়া, প্রিন্সিপাল সালামত আলী খান, ওসি লিয়াকত আলী, উপজেলা কৃষি অফিসার মস্তফা ইকবাল আজাদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কাজি শাফিয়া ফেরদৌসী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আবুল কাসেম, শিক্ষা অফিসার কাওছার শোকরানা, সাংবাদিক হাফেজ ছিদ্দিক আহমদ, মুক্তিযোদ্ধা নমীর আলী, কাজী মাওলানা আতাউর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, প্রধান শিক্ষক আবু তাহের, আহসান হাবিব মানিক, প্রধান শিক্ষক আবু ইউসুফ, সুপার মোঃ বশির আহমদ, পিআইও মেহেদী হাসান টিটু, প্রধান শিক্ষক আব্দুর, রৌফ, যুব কর্মকর্তা সুলতান সরওয়ার আহমেদ, শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য, আরডিও অশোক মালাকার, শফিউর আলম খান, ডিজিএম একে এম আজাদ, সাংবাদিক জীবন আহমেদ লিটন, আফসানা আনজুম, আব্দুর রব, শিক্ষক আব্দুল কাইয়ুম, মইন উদ্দিন, সমবায় অফিসার আলা উদ্দিন মিয়া, কৃষ্ণ দেব প্রমুখ।

প্রথম পাতা
শেষ পাতা