শহরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত
তারিখ: ২৬-নভেম্বর-২০১৪
জাকারিয়া চৌধুরী ॥

হবিগঞ্জে প্রধান মন্ত্রীর আগমন উপলক্ষে ও শহরকে যানজট মুক্ত করতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রাস্তায় অপরিকল্পিত ভাবে গড়ে উঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় শহরের কামড়াপুর ব্রীজ, গরুর বাজার রোড, বানিয়াচং রোড, খোয়াইমুখ, কালীগাছতলা, কোর্টস্টেশন রোড, চৌধুরী বাজার এলাকাসহ বিভিন্ন পয়েন্টে রাস্তায় অপরিকল্পিত ভাবে গড়ে উঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এদিকে উচ্ছেদের সময় বানিয়াচং রোড এলাকায় রাস্তার উপর প্রতিবন্ধিকতা সৃষ্টি করে কাজ করার অপরাধে মেসার্স মিরান শাহ মেশিনারীজের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কোর্টস্টেশন এলাকায় রাস্তার উপর কংক্রিট রাখার অপরাধে হাজী আব্দুন নুরকে ২ হাজার টাকা ও দুই মোটর সাইকেলের মালিককে কাগজ পত্র না থাকায় ও অশোভন আচরণ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন সড়ক ও জনপদ প্রকৌশলী মোঃ রুকুনুজ্জামান, সদর থানার এসআই ইন্দ্রনীল ভট্রাচার্য্য, এসআই শফিকুল ইসলাম ও এ এসআই কুসুমের নেতৃত্বে একদল পুলিশ ও ফেরেশকার ফয়েজ উদ্দিন।

প্রথম পাতা
শেষ পাতা