বিজয় দিবসের সভায় এমপি মজিদ খান ॥ শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে
তারিখ: ১৯-ডিসেম্বর-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ-২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা তাদের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। আজ যদি দেশ স্বাধীন না হত তাহলে আমরা এত উন্নতি করতে পারতাম না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নতি ও সমৃদ্ধির দিতে এগিয়ে যাচ্ছে। এই সরকারের নেতৃত্বে বাংলাদেশ যখন খুব দ্রুত মধ্য আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে তখন স্বাধীনতা বিরোধী ও তাদের দোসররা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। বঙ্গবন্ধুকে নিয়ে তারেক জিয়ার বক্তব্যকে বলতে হচ্ছে পাগলের প্রলাপ। গতকাল সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সিরাজুল হক চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদারের পরিচালনায় বক্তব্য নেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, মর্তুজ আলী, প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, সম্পাদক মন্ডলীর সদস্য এডভোকেট আফিল উদ্দিন, সেলিম চৌধুরী, উপ-প্রচার সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, উপ-দপ্তর সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, এডভোকেট চৌধুরী আবু বক্কর ছিদ্দিকী, এডভোকেট সুমঙ্গল দাশ সুমন, এডভোকেট সুলতান মাহমুদ, এডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, এডভোকেট মুনতাকিম চৌধুরী খোকন, এডভোকেট কনক জ্যোতি সেন রাজু, নজমুল হক চৌধুরী, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো,  জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ফরিদ আহমেদ রাজু, কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অমল কুমার দাশ পলাশ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, পৌর যুবলীগ এর সভাপতি সফিকুজ্জামান হিরাজ, সাধারন সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ, যুবলীগ নেতা এডভোকেট সুজিত গোপ সুবল, শাহজাহান কবির,  ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী , সাধারন সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, ছাত্রলীগ নেতা মহিবুর রহমান মাহি,  সাদিকুর রহমান মুকুল, হাফিজুল ইসলাম, মনছুর আহমেদ ইদু, জুবায়ের আহাম্মেদ, সাইফুল ইসলাম রিপন প্রমুখ।

প্রথম পাতা
শেষ পাতা