বিজয় দিবসের আলোচনা সভায় চেয়ারম্যান আমজাদ আলীর কান্ডজ্ঞানহীন বক্তব্য !
তারিখ: ১৯-ডিসেম্বর-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

মুক্তিযুদ্ধের ইতিহাস না জেনে কান্ডজ্ঞানহীন বক্তব্যে প্রদান করেছেন সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ আলী। জানা যায়, গত ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে স্থানীয় কটিয়াদী বাজার সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে চেয়ারম্যান আমজাদ আলী তার বক্তব্যে বলেন, বাংলাদেশে ২০২১ সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল ! এবং যুদ্ধে ৪০ হাজার মা-বোনের ইজ্জত লুন্ঠিন করেছিল পূর্ব পাকিস্তানী হানাদার বাহিনী। তিনি আরও বলেন, পূর্ব পাকিস্তানীরা আমাদের পশ্চিম বাংলার মানুষের উপর হামলা চালায়। এসময় তার এমন কান্ডজ্ঞানহীন বক্তব্যে শুনে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ সহ অনেকেই তাদের মুূখ লুকিয়ে হাসি ঠাট্টা করেন। প্রকৃতপক্ষে ইতিহাসের পাতা বলে ১৯৭১ সালে বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, এবং ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধিনতা লাভ করে। বক্তব্য দেয়ার সময় সভায় উপস্থিত অনেকেইে বলেছেন মুক্তিযুদ্ধের ইতিহাস না জেনে বক্তব্য দেওয়া ঠিক না। এ ব্যাপারে রাতে দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকা অফিস থেকে তার ব্যক্তিগত মোবাইল নম্বরের যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

প্রথম পাতা
শেষ পাতা