সারাদেশে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ
তারিখ: ১-ফেব্রুয়ারী-২০১৫
প্রেস বিজ্ঞপ্তি ॥

রাজনীতির নামে সারা দেশে নৈরাজ্য, সন্ত্রাস কোনভাবেই মেনে নেওয়া হবে না। পরীক্ষার্থীদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে। হরতাল অবরোধ দিয়ে লাখ লাখ শিক্ষার্থীর জীবনকে ধবংসের মুখে ঠেলে দেওয়া যাবে না। আওয়ামীলীগ দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বিএনপি জামায়াতের নৈরাজ্য প্রতিহত করে পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করে দিতে হবে। ক্ষমতায় যেতে হলে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের জন্য ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা সন্ত্রাস বিশ্বাস করি না, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। হরতাল, অবরোধ আর গাড়ি পুড়িয়ে এসবের সমাধান পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। গতকাল শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে বক্তব্যে হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এর আগে বার লাইব্রেরী থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌধুরী বাজারে গিয়ে শেষ হয়। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডঃ লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, পিপি এডঃ আকবর হোসেন জিতু, শ্রম সম্পাদক সজীব আলী, কৃষি সম্পাদক সেলিম চৌধুরী, ধর্ম সম্পাদক এডঃ আতাউর রহমান, উপ-প্রচার সম্পাদক এডঃ এমএ মোছাব্বির বকুল, পৌর আ’লীগ সভাপতি এডঃ নিলাদ্রী শেখর টিটু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, জেলা যুবলীগ নেতা মিজানুর রহমান শামীম, জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম প্রমুখ।

প্রথম পাতা
শেষ পাতা