সুরবিতানের ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন সাংস্কৃতিক অনুষ্ঠান
তারিখ: ১-ফেব্রুয়ারী-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

সংগীতের মান উন্নয়নের লক্ষ্যে সুর বিতানের ছাত্র-ছাত্রীদের ১ম ত্রৈমাসিক “মূল্যায়ন সাংস্কৃতিক অনুষ্ঠান” সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় সুরবিতান মঞ্চে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। সুরবিতানের সিনিয়র সদস্য ও দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আবুল ফজলের তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ শহীদ উদ্দিন চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস ও বিশিষ্ট সংগীত শিল্পী গৌতম মহারতœ। অনুষ্ঠানে সংগীত পরিচালনা করেন সুর বিতানের অধ্যক্ষ স্বরূজ কান্তি দাস, তাকে সহযোগিতা করেন বেবী চক্রবর্তী। এ ছাড়াও নৃত্য পরিচালনা করেন গৌতম আচার্য্য এবং ধারা বর্ণনায় ছিলেন প্রমথ সরকার। মূল্যায়ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্যে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করে নিবেদিতা, ইমু, নেহা, মীম, রিয়া, সুচিতা, নাফিসা, সৃষ্টি, জামাল উদ্দিন, ছাদিয়া, চৈতি, ত্রয়ী প্রমূখ।

প্রথম পাতা
শেষ পাতা