মিরপুর আলিফ সোবহান চৌধুরী কলেজের ছাত্রের উপর মামলা প্রত্যাহারের দাবিতে ক্লাস বর্জন ॥ বিক্ষোভ মিছিল সমাবেশ
তারিখ: ১-ফেব্রুয়ারী-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

বাহুবল উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী ডিগ্রি কলেজের ৩ ছাত্রের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মিরপুর আলিফ সোবহান চৌধুরী কলেজে ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়। এসময় বক্তারা বলেন, গত ২৯ নভেম্বর হবিগঞ্জে প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে কলেজ থেকে শিক্ষার্থী নেয়া হলেও তাদের যথাযথ মুল্যয়ন করা হয়নি। তাই তারা আগামী ৩ দিনের মধ্যে মামলা প্রত্যাহারের দাবীতে আল্টিমেটাম দেয়। এ ঘটনায় ৩০ নভেম্বর শতাধিক ছাত্রছাত্রী প্রতিবাদ জানায়। ঘটনার দুই মাস পর গত ২৯ জানুয়ারি ছাত্রলীগ কলেজ শাখা আহবায়ক আব্দুল ওয়াহিদ আজম, ফয়ছল আহমেদ, ছাত্রদল সভাপতি মিল্লাদ হোসেনসহ অজ্ঞাত ১৮/২০ জনের বিরুদ্ধে বাহুবল থানায় মামলা দায়ের করা হয়। ৩৬ ঘন্টার মধ্যে তিন দফা দাবি বাস্তবায়ন না হলে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। এসময় কলেজ ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠলে বাহুবল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে।

বাহুবল থানার ওসি আলী ফরিদ জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান বাদী হয়ে গত ৩০ নভেম্বর কলেজে ভাংচুরের ঘটনায় মামলাটি দায়ের করেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

প্রথম পাতা
শেষ পাতা