চুনারুঘাটে ২৬ মার্চ পালনে ব্যাপক প্রস্তুতি ও উপ-কমিটি গঠন
তারিখ: ৫-মার্চ-২০১৫
খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥

চুনারুঘাটে মহান ২৬ মার্চ পালন এবং জাতির জনক বঙ্গবন্ধুর ৯৬তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) তন্ময় ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম পাঠোয়ারী, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সামাদ, দৈনিক তরফবার্তা’র সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী আবুল কালাম আজাদ, সহ-সভাপতি হাছান আলী, প্রধান শিক্ষক মোতাহির চৌধুরী, সত্যেন্দ্র চন্দ্র দেব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ খালেক, ধামালি সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ, শফিউল আলম শাফী, নাসির উদ্দিন প্রমুখ। সভায় বঙ্গবন্ধুর জন্ম দিবসে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। এছাড়া ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সারাদিন ব্যাপী খেলাধুলা, কুচকাওয়াজ, শারীরিক কসরত, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিভিন্ন অনুষ্ঠানের উপ-কমিটিও গঠন করা হয়।

প্রথম পাতা