আজমিরীগঞ্জে মা-মনি’র নার্সের দুর্ব্যবহারের অতিষ্ট উপজেলাবাসী
তারিখ: ৫-মার্চ-২০১৫
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োজিত মা-মনি প্রকল্পের নার্সের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে রোগীর স্বজন ও নার্সের মধ্যে প্রায় প্রতিদিনই ঘটছে বাক-বিতন্ডার ঘটনা। নার্সের দৌরাত্ম এতটাই বেড়েছে যে, পাত্তা দিচ্ছেনা স্থানীয় জনপ্রতিনিধিদেরকেও। যে কারণে বিষয়টি নিয়ে উপজেলাবাসীর মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ। অভিযোগে প্রকাশ, গত মঙ্গলবার আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের মেম্বার মোঃ কদর আলী মিয়ার স্ত্রী সামিনা আক্তার প্রসবের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত মা-মনির নার্স গীতাশ্রীর চিকিৎসা অবহেলার কারণে তার অবস্থার অবনতি হয়। খবর পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার শিখা হাসপাতালে গিয়ে বিষয়টি নিয়ে মা-মনি নার্স গীতাশ্রীর সাথে আলাপ করতে গেলে বিরুপ আচরণের শিকার হন। পরে মহিলা ভাইস চেয়ারম্যান বিষয়টি ভারপ্রাপ্ত উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলামকে অবগত করেন।

প্রথম পাতা