শহরের আমিনা বেকারীসহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
তারিখ: ৫-মার্চ-২০১৫
জাকারিয়া চৌধুরী ॥

হবিগঞ্জ শহরের কোর্টস্টেশন এলাকার লাখাই রোডে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী ও মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রির অভিযোগে আমিনা বেকারীসহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার সকাল ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা, রুবাইয়াত আফরোজ ও সৈয়দা শমসের বেগমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় কোর্টস্টেশন এলাকার আমিনা বেকারীতে অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে মালামাল তৈরী কারায় ৫হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই এলাকার হৃদয় ট্রেডার্সে ও অপর একটি স্টেশনারী দোকানে মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রি করায় ১হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন কোর্টস্টেশন পুলিশ ফাড়ির একদল পুলিশ।

প্রথম পাতা