প্রবীণ হিতৈষী ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
তারিখ: ২৮-মার্চ-২০১৫
প্রেস বিজ্ঞপ্তি ॥

বাংলাদেশ প্রবীণ হিতৈষী ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল প্রবীণ ভবনে আলোক সজ্জা, সূর্যোদয়ের সাথে সাথে  প্রবীণ ভবনে জাতীয় পতাকা  উত্তোলন, দুর্জয় হবিগঞ্জে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় জেলা প্রশাসকের আমন্ত্রণে জালাল স্টেডিয়ামে সরকারী অনুষ্ঠানে যোগদান এবং সন্ধ্যায় প্রবীণ ভবনে ৭১ এর মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা। সংঘের সভাপতি মোঃ শরীফ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংঘের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামছুদ্দিন আহমেদ তার বক্তব্যে মুক্তিযুদ্ধকালীন স্মৃতি তুলে ধরেন এবং শহীদদের  আত্মার মাগফেরাত কামনা করে হবিগঞ্জের কৃতি সন্তান কমান্ডেন্ট মানিক চৌধুরী ও মরহুম শাহ এ এম এস কিবরিয়াকে এবারের স্বাধীনতা পুরস্কার প্রদান করায় বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করা হয়। সভায় উপস্থিত ছিলেন, অধ্যাপক গোকুল চন্দ্র দাস, এডভোকেট মোঃ আমির হোসেন, অনুকুল চন্দ্র দাস, সাবেক চেয়ারম্যান মোঃ শাজাহান খান, মোঃ কলন্দর আলী, মোঃ শওকত আলী, মোঃ জিতু মিয়া চৌধুরী প্রমূখ।

প্রথম পাতা
শেষ পাতা