স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এমপি আবু জাহির ॥ নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে
তারিখ: ২৮-মার্চ-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। তার ডাকে বাংলার মুক্তিকামী জনগণ হাতে অস্ত্র নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাস পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে দেশকে স্বাধীন করেছিলেন মুক্তিযোদ্ধারা। আজকে যারা স্বাধীনতা এবং বঙ্গবন্ধুকে অস্বীকার করতে চায় তারা এদেশের নাগরিক নয়। তাদের পাকিস্তান চলে যাওয়া উচিত। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে স্বাধীনতা এসেছে আমরা যে কোন মূল্যে স্বাধীনতা ও গণতন্ত্র অক্ষুণ রাখব। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হবিগঞ্জ কোর্ট সংলগ্ন নিমতলা প্রাঙ্গনে আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রশাসক জেলা পরিষদ ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রসাশক মোঃ আবদুর রউফ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠান প্রমুখ। এমপি আবু জাহির বলেন, মুক্তিযোদ্ধারা এদেশের সূর্য সন্তান। পৃথিবী যতদিন থাকবে ততদিন তাদেরকে শ্রদ্ধার সাথে স্বরণ করতে হবে। তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। যারা ইতিহাস বিকৃত করতে চায় তাদের কণ্ঠরোধ করতে হবে।

প্রথম পাতা
শেষ পাতা