আজমিরিগঞ্জের নগর গ্রামে সরকারী খাল দখলের পায়তারা
তারিখ: ১৮-এপ্রিল-২০১৫
আজমিরিগঞ্জ প্রতিনিধি ॥

আজমিরিগঞ্জে সরকারী খাল দখলের পায়তার করছে ভূমিদস্যুরা। জানা যায়, আজমিরিগঞ্জ পৌর এলাকার নগর গ্রামের শ্রী-শ্রী জগন্নাথ মন্দির সংলগ্ন সরকারী খালটি একই গ্রামের ফনিব হোসন ও তার লোকজন দীর্ঘদিন যাবত দখলের পায়তারা করে আসছে। গতকাল সকালে তারা ওই খালটি দখলের জন্য পাশ্ববর্তী কুশিয়ারা সান নদী থেকে সরকারী রয়েলেটি পরিশোধ না করে অবৈধভাবে মাঠি উত্তোলন করে সরকারী খালটি দখল করার চেষ্টা করে। খালটি দখল হলে ওই এলাকার কামাল হাটি ও মুন্সি হাটি গ্রামের প্রয়োঃ নিষ্কাশন এর পানি চলাচলের ক্ষেত্রে বন্ধ হওয়ার আশংকা দেখা দেয়। যার ফলে কামার হাটি গ্রামের ভূতেন্দ্র দেবসহ গ্রামবাসী এতে বাধা প্রদান করে। এ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশংকা করা হচ্ছে।

প্রথম পাতা
শেষ পাতা