ব্যতিক্রমধর্মী আয়োজন করল শ্রীমঙ্গল মিউজিক এসোসিয়েশন
তারিখ: ১৮-এপ্রিল-২০১৫
পিকলু চক্রবর্ত্তী, শ্রীমঙ্গল ॥

বৃহস্পতিবার সন্ধায় শ্রীমঙ্গল অনুশীলন চক্রের আয়োজিত বৈশাখী উৎসবের অনুষ্ঠানমালার ৩য় দিনে শ্রীমঙ্গল মিউজিক এসোসিয়েশন উপস্থাপনা করলো ব্যাতিক্রমী এক আয়োজন। যারা সব সময় গান করে তাদের দিয়ে গান না গাইয়ে গান গাওয়ালো যারা সবসময় গান এর সাথে বাদ্যযন্ত্র বাজায় তাদের কে দিয়ে।  শ্রীমঙ্গল মিউজিক এসোসিয়েশন এর সভাপতি কনক কান্তি কর পান্না এর উপস্থাপনায় এসময় উপস্থিত দর্শকদের সামনে গান পরিবেশন করেন, তবলা বাদক মান্না দত্ত, অক্টোপেড বাদক পঙ্কজ, কি-বোর্ড বাদক নন্দন চৌধুরী, ও রাহুল,সহ আরো অনেকে। উপস্থিত দর্শকরা সবসময় তাদের কে বাদ্যযন্ত্র বাজাতে দেখেছে। কিন্তু তাদের এই ব্যতিক্রম উপস্থাপনা দেখে দর্শকরা অনেকটা অবাকই হয়েছে বটে।

এ বিষয়ে শ্রীমঙ্গল মিউজিক এসোসিয়েশন সভাপতি কনক কান্তি কর পান্না বলেন, সব সময় আমরা যাদের কে বাদ্যযন্ত্র বাজাতে দেখি, তাদের কন্ঠে গান শুনার জন্য এই আয়োজন। শ্রীমঙ্গল মিউজিক এসোসিয়েশনের সম্পাদক শ্যামল আচার্য বলেন, গানের জগতে যারা বাদ্যযন্ত্র বাজায়, গান সম্পর্কে তাদের ধারনাটা একজন শিল্পীর মতোই। একজন প্রকৃত বাদ্যযন্ত্র বাদকের গান সম্পর্কে অবশ্যই ধারনা থাকা আবশ্যিক।

প্রথম পাতা
শেষ পাতা