বানিয়াচঙ্গে শ্বশুর বাড়ির লোকজনের অত্যাচারে গৃহবধুর আত্মহত্যার চেষ্টা
তারিখ: ১৮-এপ্রিল-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

বানিয়াচঙ্গের মক্রমপুর গ্রামের সংঘর্ষে নিহত হান্নানের স্ত্রী সাহেদা বেগম শশুরবাড়ির লোকজনদের হত্যাচারে অতিষ্ঠ হয়ে বিষপানে আত্মহত্যা চেষ্টা চালিয়েছে। বিষাক্ত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্র জানায়, প্রায় ২ মাস আগে জমি সংক্রান্ত রিবোধকে কেন্দ্র দু পক্ষের মধ্যে সংঘর্ষে হয়। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় শতাধিক লোজন আহত হয়। সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত আব্দুল মান্নান মিয়া আশংকাজক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে এ ঘটনায় অনেক নাটকীতার পড় ঘটনার ৩/৪দিন পর নিহতের এক আত্মীয় বাদী হয়ে ইউপি সদস্য আব্দুল মালেকসহ শতাধিক লোকজনদের আসামী করে বানিয়াচঙ্গ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলার দায়েরের পূর্বে প্রতিপক্ষ অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে আসামী থেকে বাদ দেন। আর ওই টাকা মামলার বাদী ও শশুরবাড়ির লোকজন আত্মাসাত করেন। এনিয়ে নিহতের আব্দুল হান্নানের স্ত্রীর সাথে এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যায় সাহেদা বেগম বিষপান করে আত্মহত্যা চেষ্টার চালায়। এ বিষয়টি তার শশুরবাড়ির লোকজন অবগত হয়ে তাকে রাতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে কর্মরত চিকিৎসকরা জানিয়েছেন এখনও তার অবস্থায় আশংকাজনক।

প্রথম পাতা
শেষ পাতা