রাজুর সংবর্ধনা সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ॥ বিএনপি হরতাল অবরোধের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে
তারিখ: ১৮-এপ্রিল-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিএনপি হরতাল আবরোধের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশের শিক্ষা ব্যবস্থাকে বাধাগ্রস্থ করেছে। তারা অপরাজনীতি করে দেশকে ধ্বংসের যে পায়তারা করেছিল জনগণ তা রূখে দিয়েছে। সরকার বিরোধী আন্দোলনের নামে দেশের মানুষ হত্যা ও  সম্পদ নষ্ট করেছে বিএনপি-জামায়াত জোট। তিনি গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিকেবি কর্মচারী ইউনিয়নের নব নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ফরিদ আহমেদ রাজুর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিপুল সংখ্যক নেতা-কর্মী ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে জেলা শিল্পকলা মিলনায়তন কানায় কানায় পরিপুর্ণ হয়ে যায়। হবিগঞ্জের ব্যাংক কর্মচারীদের প্রিয়মুখ ফরিদ আহমেদ রাজুর সাফল্যে বক্তাগণ গর্বিত অনুভব করে বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রীসহ প্রায় ২ ডজন অতিথিকে ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়। এর আগে সার্কিট হাউজে মন্ত্রীর সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। সেখানে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে জেলা পুলিশের একটি দল। 

বিকেবি মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক দিদারুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, বিকেবি‘র ব্যবস্থাপনা পরিচালক এমএ ইউসুফ, মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল্লাহ ছাব্বির, জেলা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ আরব আলী, বিকেবি কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ মমিনুল হক। প্রধান বক্তা ছিলেন বিকেবি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ শেফাউল করিম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিকেবি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ইশতিয়াক উদ্দিন ভূইয়া, মোঃ আব্দুল আওয়াল, মোঃ কামাল হোসেন, আব্দুল মন্নাফ, মোঃ সিরাজুল ইসলাম, এসএম বেদারুল আলম, মোঃ ফজলুল হক, মোঃ ফারুক ও মোঃ দিলদার হোসেন। এছাড়া অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি  সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার কৃষকদের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষি ব্যাংকে আরো আধুনিকায়ন ও ডিজিটাল করা হবে। কৃষি ব্যাংক শুধু কৃষি ঋণ নয়, শিল্পসহ অন্যান্য খাতে বিনিয়োগ সম্প্রসারিত করা হবে। তিনি ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের অনেক দাবির প্রতি সহানুভুতিশীল মনোভাব প্রদর্শন করেন।

প্রথম পাতা
শেষ পাতা