চুনারুঘাটে ম্যালেরিয়া নিয়ন্ত্রন বিষয়ক মতবিনিময় সভা
তারিখ: ২৮-মে-২০১৫
চুনারুঘাট প্রতিনিধি ॥

চুনারুঘাটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের সহযোগিতায় এবং সচেতন সাহায্য সংস্থার উদ্যোগে ম্যালেরিয়া নিয়ন্ত্রন কর্মসুচির বিষয়ে এডভোকেসী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতবুধবার সকালে চুনারুঘাট হাসপাতাল মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মাওঃ তাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত চুনারুঘাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ দেবনাথ। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এএইচএমআই মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভিন, ব্র্যাকের সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট আনিছুর রহমান, ডাঃ মোজাম্মেল হোসেন, ডাঃ নজরুল ইসলাম, ডাঃ শুভেন্দ্র চন্দ্র, চিমটিবিল বিজিবির এনসিও মোঃ তফিউর রহমান, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক হাছান আলী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ডাঃ সুরঞ্জন রায়, ডাঃ আঃ লতিফ, ডাঃ মোশারফ হোসেন, পাশার নির্বাহী হুমায়ুন কবীর, এনজিও প্রতিনিধি শফিউল আলম শাফি প্রমুখ।

প্রথম পাতা