বানিয়াচং ইকরা গ্রন্থাগারের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
তারিখ: ২৮-মে-২০১৫
বানিয়াচং প্রতিনিধি ॥

বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার  সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, জানতে হলে পড়তে হবে। বই পড়া ছাড়া বিকল্প নাই। শুধু কম্পিউটারে সময় কাটালে হবে না বেশী বেশী বই পড়তে হবে। আলোকিত সমাজ গড়তে হলে সমাজে বই পড়ার আন্দোলন ছড়িয়ে দিতে হবে। গতকাল বুধবার সকাল ১১ টায় জনাব আলী কলেজ মিলনায়তনে ইকরা গণ-গ্রন্থাগার আয়োজিত ‘‘হাতের সুন্দর লেখা প্রতিযোগীতার” বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাস্টার মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও গ্রন্থাগারের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আশিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো.ইকবাল হোসেন খান, প্রিন্সিপাল আব্দাল হোসেন খান, প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, আওয়ামীলীগ নেতা মাসুদ আলী খান সাজ্জাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গ্রন্থাগারের  সাংস্কৃতিক সম্পাদক মো.এমদাদুল হক। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা কাজল চ্যাটার্জি, সাবেক ভিপি নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মহিবুর রহমান, ইমাম সমিতির সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, যুবলীগনেতা সাহিবুর রহমান, ছাত্রলীগ সভাপতি আব্দুল হালিম সোহেল, প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খান ও শেখ মনিরুল ইসলাম, মাস্টার ফজল উল্লাহ খান, সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, জনাব আলী কলেজের মেধাবি ছাত্রী নাহিদা খান সুর্মি, ছাত্রনেতা মাহমুদুল হাসান কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানে ইকরা গণ-গ্রন্থাগারের উদ্যোগে ৩০ জন বিজয়ী প্রতিযোগির মধ্যে ক্রেস্ট ও ৩০জন মেধাবী ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান এবং ১৫জন গরীব শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথি এমপি মজিদ খান ইকরা গণ-গ্রন্থাগারের উন্নয়নের জন্য ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের ঘোষনা দেন। পরে তিনি স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে ইকরা গণ-গ্রন্থাগার পরিদর্শন করেন।

প্রথম পাতা