কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী উপলক্ষে ফুলকুড়ি আসরের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
তারিখ: ২৮-মে-২০১৫
প্রেস বিজ্ঞপ্তি ॥

পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়। এই প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসর হবিগঞ্জ শাখা কর্তৃক কুইজ প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মোঃ মহিবুর রহমান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলকুড়ি আসরের হবিগঞ্জ জেলা শাখার পরিচালক মোঃ শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স কোচিং সেন্টার এর পরিচালক ও ফুলকুড়ি আসর হবিগঞ্জ জেলা শাখা সহকারী পরিচালক আমিনুল ইসলাম জনি। অর্থ সম্পাদক ইমন তরফদার। সাহিত্য সম্পাদক ফারুক আহমদ লিটন। সাবেক শিক্ষা ও সাহিত্য সম্পাদক রজব হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন ইছমত উল্লা উজ্জল, মেহেদী হাসান তারেক, সাকিবুল হাসান জয়, নাজমুল ইসলাম নাহিদ, শান্ত শুক্ল দাস, শুভ শুক্ল দাস, জসিম উদ্দিন, আল-আমিন, হাছিব, মোহন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সফিকুল ইসলাম মাসুদ সকল প্রতিযোগীদের জাতীয় কবির উত্তরসূরী হয়ে গড়ে উঠার আহবান জানান এবং বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন। সব শেষে কাজী নজরুল ইসলামের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যান কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

প্রথম পাতা