নবীগঞ্জে ৫ মাদকসেবী ও বিক্রেতা আটক ॥ ৩ জনের ২ দিনের জেল
তারিখ: ২৮-মে-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

নবীগঞ্জে ৫ মাদকসেবী ও বিক্রেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো পৌর এলাকার কানাইপুর গ্রামের দিজিন্দ্র সরকারের ছেলে রাসেন্দ্র সরকার, উপজেলার আদিত্যপুর গ্রামের বরদা রায়ের ছেলে দুলাল রায়, ছোট সাকুয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী, বড় সাকুয়া গ্রামের আনিছ উল্লার ছেলে হান্নান মিয়া ও মুড়ারপাটলী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে রকিব আলী। পরে ইয়াছিন আলী, হান্নান মিয়া ও রকিব আলীকে ২ দিন ধরে কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পদ্মাবতী ফার্মেসী এবং শেলী কনফেকশনারীর সামনে থেকে রাসেন্দ্র সরকার এবং দুলাল রায়কে আটক করে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশী করে ৪ লিটার দেশীয়মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বুধবার কারাগারে পাঠানো হয়েছে। এদিকে রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার করগাঁও ইউনিয়নের টুকের বাজার সংলগ্ন বিকাশের বাড়ির কাছ থেকে মাদক ব্যবসায়ী ইয়াছিন আলী, হান্নান মিয়া ও রকিব আলীকে আটক করে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশী করে মদ ও গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে তাদেরকে সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন এর কার্যালয়ে হাজির করা হলে তাদের প্রত্যেককে ২ দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

প্রথম পাতা