প্রাথমিক শিক্ষার উন্নয়নে অবদান রাখায় এসেডের সম্মাননা প্রদান
তারিখ: ১-জুলাই-২০১৫
প্রেস বিজ্ঞপ্তি ॥

২০১৪ সালে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কমিউনিটি এডুকেশন ওয়াচ কার্যক্রমের আওতায় এই সম্মাননা প্রদান করা হয়। এসেড হবিগঞ্জ এর প্রেসিডেন্ট এডভোকেট মোঃ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, হবিগঞ্জ এর উপ-পরিচালক দিলীপ কুমার বণিক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন। সম্মাননা প্রাপ্তরা হলেন, তেঘরিয়া ইউনিয়নের শ্রেষ্ঠ কমিউনিটি ওয়াচ গ্র“প সদস্য মোঃ ইদ্রিছ আলী, শ্রেষ্ঠ এসএমসি সভাপতি পাঁচপাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হাজী মোঃ ছিদ্দিক আলী, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাজিদা বেগম, কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্র“পের সভাপতি হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক এবং ইউনিয়নের শ্রেষ্ঠ বিদ্যালয় হচ্ছে তেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোপায়া ইউনিয়নের শ্রেষ্ঠ কমিউনিটি ওয়াচ গ্র“প সদস্য মোঃ আঃ গণি, শ্রেষ্ঠ এসএমসি সভাপতি আলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোঃ নজিবুর রহমান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক তেতৈয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সৈয়দা জারসীন আফছর, কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্র“পের সভাপতি ফজলুর রহমান ফজল এবং শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় আলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, লস্করপুর ইউনিয়নের শ্রেষ্ঠ কমিউনিটি ওয়াচ গ্র“প সদস্য মোঃ আনজাব আলী, শ্রেষ্ঠ এসএমসি সভাপতি দক্ষিণ চরহামুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোঃ সাহেব আলী, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বৈদ্যের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মৃত্যুঞ্জয় পাল, কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্র“পের সভাপতি মোঃ খোরসেদ আলী এবং শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় সুলতানশী সরকারী প্রাথমিক বিদ্যালয়, নিজামপুর ইউনিয়নের শ্রেষ্ঠ কমিউনিটি ওয়াচ গ্র“প সদস্য মোঃ মোসলেহ উদ্দিন, শ্রেষ্ঠ এসএমসি সভাপতি পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোঃ গহর আলী, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফেরদৌস আরা চৌধুরী, কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্র“পের সভাপতি প্রফেসর আবিদুর রহমান এবং শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় বাতাসার সরকারী প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও জনঅংশগ্রহণে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন কার্যক্রমে ব্যক্তিগত আন্তরিক সহযোগিতা ও অব্যাহত প্রচেষ্ঠার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, স্থানীয় সরকার বিভাগ, হবিগঞ্জ এর উপ-পরিচালক দিলীপ কুমার বণিক এবং নবাগত জেলা প্রশাসক সাবিনা আলমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য ডিএফআইডি’র সহযোগিতায় গণসাক্ষরতা অভিযান ও এসেড হবিগঞ্জ ২০১৩ সাল থেকে হবিগঞ্জ জেলায় কমিউনিটি এডুকেশন ওয়াচ কার্যক্রমটি বাস্তবায়ন করে আসছে। ইতোমধ্যে প্রকল্প এলাকাভূক্ত চারটি ইউনিয়নের প্রাথমিক শিক্ষায় যথেষ্ট ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে, যা সরকারী ও বেসরকারীভাবে স্বীকৃত হয়েছে।

প্রথম পাতা