মাধবপুরে বেবি টেক্সি সমবায় সমিতির বিরুদ্ধে সড়ক পরিবহন শ্রমিকলীগের অভিযোগ
তারিখ: ১-জুলাই-২০১৫
মাধবপুর প্রতিনিধি ॥

মাধবপুর উপজেলা বেবী টেক্সি সমবায় সমিতির অনিয়ম, দূর্নীতির অভিযোগ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ মাধবপুর উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন (গোল্ডেন)। জেলা সমবায় কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগে উল্লেখ করেন-মাধবপুর বেবী টেক্সি সমবায় সমিতি লিঃ রেজিঃ নং-১৮৭৭ এর আওতায় ৪ হাজার অটোটেম্পু,(সিএনজি) গাড়ি রয়েছে। প্রত্যেক গাড়ি থেকে প্রতিদিন ৬০ টাকা করে আদায় করা হচ্ছে। ৪ হাজার শ্রমিক থেকে প্রতিদিন চাঁদা আদায় হচ্ছে চব্বিশ লক্ষ টাকা। কিন্তু শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করা হলেও তাদের পাশ বইয়ে চাঁদা লেখা হয় না। টেক্সি সমবায় সমিতির নেতারা শ্রমিকদের পরিচয়পত্র না দিয়ে শ্রমিক কার্ড দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এবং প্রতি মাসে অবৈধ চাঁদা আদায় করছে। সমবায় সমিতি লিঃ রেজিঃনং- ১৮৭৭ এর সঞ্চয় শব্দ ব্যবহার না করে চাঁদা শব্দ ব্যবহার করেন। মাধবপুরের বিভিন্ন স্থানে স্ট্যান্ড স্থাপন করে প্রতিটি স্ট্যান্ড থেকে অবৈধ চাঁদা আদায় করেন। এক জন সদস্য যে কোন সমিতির সঞ্চয় দেন রোজ একবার অথচ বেবি টেক্সি সমিতি শ্রমিকদের কাছ থেকে ৩/৪ বার সঞ্চয় চাঁদা আদায় করছে। এক জন শ্রমিক ও একটি গাড়ি এই সমিতির বাধ্যতালুক ভর্তি হতে হয় এবং ভর্তি বাবদ মোটা অংকের টাকা দিতে হয়। অভিযোগে আরো উল্লেখ করা হয় বাংলাদেশের যে কোন সমিতি তার সদস্য পাশবই ব্যবহার করেন। কিন্তু বেবি টেক্সি সমিতির সদস্যদের কাছে কোনো হিসাব থাকে না। অথচ তারা পাশ বই না দিয়ে টাকা আদায় করছে।

এ ব্যাপারে সড়ক পরিবহন শ্রমিক লীগের মাধবপুর শাখার সভাপতি আনোয়ার হোসেন ( গোল্ডেন) জেলা সমবায় কর্মকর্তা, হবিগঞ্জ পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রথম পাতা