হবিগঞ্জ সোসাইটি ইউকের ইফতার মাহফিল অনুষ্ঠিত
তারিখ: ১-জুলাই-২০১৫
প্রেস বিজ্ঞপ্তি ॥

গতকাল বার্মিংহামের মিষ্টিদেশ রেস্টুরেন্টে হবিগঞ্জ সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেক্রেটারি এমএ মুন্তাকিমের পরিচালনায় ও সভাপতি মাজেদুল হক মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বার্মিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার জুলকার নায়েন। ইফতার মাহফিলে বার্মিংহাম কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্য সোসাইটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রানা মিয়া চৌধুরী। উপদেষ্টা ও সভাপতির সম্প্রতিক আমেরিকা সফরের কথা উল্লেখ করে বলেন আমেরিকার নিউইয়র্কে বসবাসরত হবিগঞ্জবাসীর পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেয়া হয়। তাদের আতিথেয়তা ও ভালবাসায় তারা মুগ্ধ। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আগামী আগস্ট মাসে বার্মিংহামে  হবিগঞ্জ বাসীর প্রানের মেলায় আমন্ত্রন জানান। উল্লেখ্য বৃটেনের বৈশাখী মেলার পরেই হবিগঞ্জ মিলন মেলার স্থান। গতবার বানিয়াচং এক মাদ্রাসায় সোসাইটির অনুদানের জন্য  সেখানের সংসদ সদস্য মজিদ খান একটি "থ্যাংস লেটার" দেন। মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ও রেডিও এক্সেলের উপস্থাপক মোস্তফা যুবরাজ, কমরেড মসুদ আহমেদ, কামরুল হাসান চন্নু, আকমল খান, কবির উদ্দিন, এটিএন বাংলার মিডল্যান্ড চীপ ও বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি  কায়সারুল ইসলাম সুমন, তোফাজ্জল হোসেন চৌধুরী ও সংগঠনের উপদেষ্টা শমশেদ বক্ত চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ময়নুল ইসলাম চৌধুরী বাবুল, যুগ্ম সম্পাদক এমএ চৌধুরী মাসুদ, রহমত আলী, ট্রেজারার জিয়া তালুকদার, সাংগঠনিক সম্পাদক এবি চৌধুরী অপু, নির্বাহী সদস্য ফেরদৌস হোসেন, বাপ্পি চৌধুরী সহ অনেক।

প্রথম পাতা