অধ্যক্ষ সিরাজ হকের মৃত্যুতে সাহিত্য পরিষদের শোক প্রকাশ
তারিখ: ১-জুলাই-২০১৫
প্রেস বিজ্ঞপ্তি ॥

হবিগঞ্জ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কথা সাহিত্যিক বিশিষ্ট প্রাবন্ধিক কবি অধ্যক্ষ মোহাম্মাদ সিরাজ হক গত সোমবার সকাল ৬ঘটিকায় হবিগঞ্জ শহরের ইনাতাবাদস্থ্য নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালি.......রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। ২০০৪ সাল হতে তিনি ডায়াবেটিকস্ রোগে অসুস্থ্য অবস্থায় ছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ ভাই-বোন সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পুরুসাহিত্যাঙ্গন ও শিক্ষাঙ্গনে পড়েছে শোকের ছায়া। গত সোমবার বেলা ১.৪৫ মিনিটে তার ১ম জানাযার নামায স্থানীয় কোর্ট মসজিদের ভিতরে অনুষ্ঠিত হয়। ২য় জানাযার নামাজ কোর্ট মসজিদের সামনে বেলা ২টায় অনুষ্ঠিত হয়। ৩য় জানাযার নামাজ শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত জানাযার নামাযে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থান সাবাসপুরে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে সারা শহরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ে শোকের ছায়া। শেষ বারের মত প্রিয় সাহিত্যিক শিক্ষাগুরুকে এক নজর দেখতে চলে আসে ঢাকা-সিলেট, শ্রীমঙ্গল, বাহুবলসহ বিভিন্ন এলাকার মানুষ। তার অনাড়ম্বর সাদাসিদে শিক্ষকতা জীবনে সকালে দুটি রুটি খেয়ে সারাদিন  শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দাড় করান। তিনি আজমিরিগঞ্জ ও ইনাতগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বানিয়াচং ছুফিয়া মতিন কলেজের অধ্যক্ষ এর দায়িত্ব পালন করেন। এ সুবাদে তিনি সর্বজনের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবেও চাকরিতে অধ্যয়নরত ছিলেন। গত ৩১/০৩/৯৩ ইং তারিখে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি আঞ্জুমান মুফিদুল ইসলাম হবিগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সাহিত্যঙ্গনে তিনি শিখর সন্ধানী লেখক। তিনি সর্বমোট ১৬টি গন্থ্য রচনা করেন। তার প্রকাশিত গন্থ্যের মধ্যে গাধার প্রমোশন, গল্পবৃক্ষ, জীবন ধর্পণ, মিশ্র গল্পসহ ইত্যাদি রচনা করেছিলেন। এদিকে প্রখ্যাত সাহিত্যিক শিক্ষাবিদ অধ্যক্ষ সিরাজ হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন হবিগঞ্জ সাহিত্য পরিষদের (ভারপ্রাপ্ত) সভাপতি সৈয়দ হাসান ইমাম হোসাইনি চিশ্তি, সহ-সভাপতি এডঃ মোঃ শাহজাহান বিশ্বাস, প্রফেসর জাহানারা খাতুন, কবি জাহানারা আফসর, প্রত্যয় সম্পাদক কবি তাহমিনা বেগম গিনি, অধ্যাপক এসএম ইলিয়াস, প্রভাষক গৌতম সরকার, এডঃ এসএম ইলিয়াস, এডঃ মোসাদ্দেকা আক্তার নেলী, আবু মোতাবে খান লেবু, সাধারন সম্পাদক কবি এমএ ওয়াহিদ, যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার, কোষাধ্যক্ষ শংকর অধিকারী প্রমুখ। তারা সবাই মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রথম পাতা