জেলা মুক্তিযোদ্ধা ইউনিট ও সন্তান কমান্ডের সাথে আতাউর রহমান সেলিমের মতবিনিময় ও ইফতার
তারিখ: ১-জুলাই-২০১৫
প্রেস বিজ্ঞপ্তি ॥

হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সাথে বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের সন্তানদের মতবিনিময় ও ইফতার মাহফিল গতকাল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠানের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মোঃ জয়নাল আবেদীন রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন মুক্তিযোদ্ধারা বাংলাদেশের শ্রেষ্ট সন্তান। তাদের সাহসিকতায় ও আত্মত্যাগের বিনিময়ে জন্ম নেয়া এ দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নের লক্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে হবিগঞ্জের মানুষের জন্য একটি বাসযোগ্য পৌরসভা গড়তে আগামী পৌর নির্বাচনে হবিগঞ্জ জেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের ও তাদের পরিবারের সদস্যদের সমর্থন, দোয়া ও সহযোগিতা কামনা করেন। সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী পাঠান বলেন আতাউর রহমান সেলিম বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিক। তিনি বীর মুক্তিযোদ্ধাদের কাছে আতাউর রহমান সেলিমকে সর্বাত্মক সহযোগিতার আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে সাবেক জেলা কমান্ডার আশরাফ বাবুল, অ্যাডভোকেট সালেহ আহমেদ, শাহ সুন্দর আলী, শেখ হায়দার আলী, আব্দুল খালেক, আবুল কালাম আজাদ,  আব্দুল লতিফ, প্রমুখ সুখেন্দু লাল দাস, আব্দুর রফিক, গোপাল চন্দ্র দাস, সৈয়দ তাহের, আব্দুল জলিল, আব্দুল রউফ, আবু তাহের, রমুজ চৌধুরী, মোঃ শানু মিয়া, মোঃ সিদ্দিক মিয়া, জেলা যুবলীগ নেতা মাসুক মিয়া, মোতাহের হোসেন রিজু, শফিকুজ্জামান হিরাজ, আব্দুল হাকিম, মোঃ জালাল মিয়া, আমির হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান যথাক্রমে মোঃ গউসউদ্দিন চৌধুরী, রফিকুল ইসলাম চৌধুরী তুহিন, অপু চৌধুরী, অ্যাডভোকেট শামীম আহমেদ, আবু সাঈদ বিপ্লব, ফখরুদ্দিন খান পারভেজ, তানভীর আহমেদ, শিপন আহমেদ, পংকজ কান্তি দাশ পল্লব, নিজামুল হক চৌধুরী, ওবায়দুল হক চৌধুরী, বাবুল মিয়া, আবু তাহের, শফিক মিয়া, পরিমল দাস, সুহেল মিয়া, আতাউর রহমান প্রমুখ।

প্রথম পাতা